রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আওয়ামী লীগ-বিএনপির মনোনয়নপ্রত্যাশী যারা

এমপি হতে চান যত নবীন-প্রবীণ আইনজীবী

আহমেদ আল আমীন

এমপি হতে চান যত নবীন-প্রবীণ আইনজীবী

আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, শ ম রেজাউল করিম, মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, মোখলেসুর রহমান বাদল, মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহ মঞ্জুরুল হক, এম শাহজাহান সাজু, ব্যারিস্টার আশরাফুল ইসলাম, সালাহউদ্দিন রিগ্যান প্রমুখ।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবী। এদের মধ্যে যেমন কেউ কেউ রয়েছেন প্রবীণ আইনজীবী তেমনি রয়েছেন অনেক তরুণও। কেউ কেউ আছেন নতুন মুখ। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি তারা নিজের সংসদীয় এলাকায় আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। পোস্টার-ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তাদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। মনোনয়নের জন্য তারা দলীয় উচ্চ পর্যায়েও যোগাযোগ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, শ ম রেজাউল করিম, মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, মোখলেসুর রহমান বাদল, মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহ মঞ্জুরুল হক, এম শাহজাহান সাজু, ব্যারিস্টার আশরাফুল ইসলাম, সালাহউদ্দিন রিগ্যান প্রমুখ। বিএনপি থেকে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আরিফা জেসমিন নাহিন, ফারুক হোসেন, বিএম সুলতান মাহমুদ, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, সগীর হোসেন লিয়ন, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। মুন্সীগঞ্জ-২ আসনে প্রার্থী হতে চান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি এলাকায় সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। পিরোজপুর-১ আসনে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম এলাকায় গণসংযোগ করছেন। ঢাকা-১৮ আসনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। কিশোরগঞ্জ-২ আসনে মনোনয়নপ্রত্যাশী মোখলেসুর রহমান বাদল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে মানবতাবিরোধী অপরাধ মামলা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গাজীপুর-৪ থেকে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়। ময়মনসিংহ-৮ আসনে মনোনয়নপ্রত্যাশী শাহ মঞ্জুরুল হক স্থানীয় বিচারপ্রার্থীদের মামলা বিনামূল্যে পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে সক্রিয়। ফেনী-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম শাহজাহান সাজু এলাকায় গণসংযোগ করছেন। টাঙ্গাইল-৬ আসনে প্রার্থী হতে চান মানবাধিকার কর্মী, আওয়ামী আইনজীবী পরিষদের যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম। লক্ষ্মীপুর-২ থেকে মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা সালাহউদ্দিন রিগ্যান স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে জড়িত।

অন্যদিকে বিএনপি থেকে নেত্রকোনা-১ আসনে প্রার্থী হতে চান দলের আইন সম্পাদক কায়সার কামাল। স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত। জামালপুর-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সম্পাদক বদরুদ্দোজা বাদল এলাকায় সক্রিয়। বরিশাল-১ আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি গাজী কামরুল ইসলাম সজল এলাকায় সামাজিক কর্মকাণ্ডে জড়িত। নেত্রকোনা-২ থেকে মনোনয়নপ্রত্যাশী আরিফা জেসমিন নাহিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বিনামূল্যে স্থানীয় নেতা-কর্মীদের মামলা পরিচালনা করেন।

নড়াইল-১ থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির উপদেষ্টা বিএম সুলতান মাহমুদ বিনামূল্যে স্থানীয় নেতা-কর্মীদের মামলা পরিচালনা করেন। কুমিল্লা-৪ থেকে মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির কেন্দ্রীয় সভাপতি ফারুক হোসেন এলাকায় সামাজিক কর্মকাণ্ডে জড়িত। ভোলা-৪ থেকে মনোনয়নপ্রত্যাশী বরিশাল বিএম কলেজের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বিনামূল্যে দলীয় নেতা-কর্মীদের মামলা পরিচালনা করেন। বরগুনা-২ আসনে মনোনয়নপ্রত্যাশী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম-সম্পাদক সগীর হোসেন লিয়ন গণসংযোগ করছেন। বাগেরহাট-২ থেকে মনোনয়নপ্রত্যাশী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ জাকির হোসেন এলাকায় সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়।

সর্বশেষ খবর