বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নাটোর-১ আসন থেকে মহাজোটের প্রার্থী হতে চান অধ্যক্ষ ইব্রাহিম খলিল

নাটোর প্রতিনিধি

নাটোর-১ আসন থেকে মহাজোটের প্রার্থী হতে চান অধ্যক্ষ ইব্রাহিম খলিল

লালপুর-বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে মহাজোট থেকে প্রার্থী হতে চান সিপিবির জেলা সভাপতি আখ চাষি নেতা অধ্যক্ষ ইব্রাহিম খলিল। গতকাল নাটোর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিবি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লোকমান হোসেন বাদল দলের পক্ষ থেকে তাকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ইব্রাহিম খলিল ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে জড়িত এবং উত্তরবঙ্গ চিনিকল আখ চাষি সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক। তিনি শিক্ষকতার পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক জেল-জুলুমের শিকার হয়েছেন। অধ্যাপক সুকুমার সরকারের সভাপতিত্বে এ সময় অধ্যক্ষ ইব্রাহিম খলিল তার বক্তব্যে বলেন, দল ইতিমধ্যেই তাকে প্রার্থী হওয়ার জন্য সবুজ সংকেত দেওয়ায় দলীয়ভাবে তারা সেখানে সভা-সমাবেশ ও উঠান বৈঠক করে যাচ্ছেন। তিনি ও তার দল আশা করেছে এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাইরে ১৪ দলের অংশ হিসেবে মহাজোট নাটোর-১ আসনে তাকেই যোগ্য প্রার্থী বলে মনোনয়ন দিবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কমরেড আবদুল করিম, কমরেড মিজানুর রহমান মিজান, চিনিকল শ্রমিক নেতা আবদুর রউফ, জেলা যুবমৈত্রীর সভাপতি মাহবুবুর রহমান ও সাবেক সভাপতি বুলবুল আহমেদ।

সর্বশেষ খবর