বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগে একাধিক মনোনয়নপ্রত্যাশী, নীরব বিএনপি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

আওয়ামী লীগে একাধিক মনোনয়নপ্রত্যাশী, নীরব বিএনপি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন। উপজেলা জুড়ে মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে। চলছে পুরোদমে গণসংযোগ। নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগের একাধিক মনোনয়নপ্রত্যাশী সরব থাকলেও নীরব বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। এ আসনে ১টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের সমন্বয়ে গঠিত। এখানে মোট ভোটার ৩ লাখ ৯ হাজার ৯২৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৫০ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে রাজী মোহাম্মদ ফখরুল আওযামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মহাজোট মনোনীত প্রার্থী (জাতীয় পার্টি) ইকবাল হোসেন রাজুকে ৪ হাজার ২৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ আসনে ফখরুল ছাড়াও আওয়ামী লীগের আরও চার নেতা নৌকার মনোনয়ন পাওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন।

তারা হচ্ছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি ও মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ঢাকা গ্রুপের চেয়ারম্যান তরুণ নেতা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ এম হুমায়ূন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার। এ আসনে বিএনপিরও রয়েছে একাধিক মনোনয়নপ্রত্যাশী। তারা হলেন— সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, এএফএম তারেক মুন্সী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান। জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন রাজু।

বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল বলেন, আমি বর্তমান এমপি। এখানে বিপুল পরিমাণ উন্নয়ন করেছি। আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন দেওয়ার মালিক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন সৎ যোগ্য প্রার্থীকেই তিনি মনোনয়ন দিবেন বলে মনে করি। আবুল কালাম আজাদ বলেন, কুমিল্লা-৪ আসনে দলের এমপি ছিল না। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার এখানে তেমন লাগেনি। তৃণমূলে দীর্ঘদিন রাজনীতি করছি। আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে। আমি সাফল্য তুলে দেব জনত্রীে শেখ হাসিনাকে। মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা বলেন, দেবিদ্বারে এখন অপরাজনীতির অপশাসন চলছে। মাদক সন্ত্রাসে ভরে গেছে দেবিদ্বার।

আমি জনগণের সুখ-দুঃখে পাশে ছিলাম। আমি এমপি থাকাকালীন সময়ে যে দায়িত্ব পালন করেছি তা দল মূল্যায়ন করবে।

সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাকে ছাড়া নির্বাচনে যাব না। দল নির্বাচনের সিদ্ধান্ত দিলে আমরা প্রস্তুত রয়েছি।

সর্বশেষ খবর