বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মুন্সীগঞ্জে নৌকা প্রতীকে আনিসের শোডাউন

লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে নৌকা প্রতীকে আনিসের শোডাউন

নির্বাচনী শো-ডাউনে আনিস-উজ-জামান আনিস ( ডানে হাত তোলা)

মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ-গজারিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান আনিস। জেলার ৬ হাজার মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র হাজী ফয়সল বিপ্লবের যৌথ উদ্যোগে বুধবার বিকালে মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শহরের এই প্রধান সড়ক নৌকার পক্ষে জনসমুদ্রে রূপ নেয়। সব মিলিয়ে সংখ্যাটা ৫০ হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হয়। এতে মিরাকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিনসহ মুন্সীগঞ্জ সদর উপজেলার ৮ ইউনিয়নের পাঁচ ইউপি চেয়ারম্যান এবং দুই পৌরসভার দুই চেয়ারম্যান, গজারিয়ার নয় ইউনিয়নের মধ্যে বেশ কয়েকজন ইউপি চেয়াম্যান অংশ নেন। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া। গুরুত্বপূর্ণ আলোচনা করেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার এবং জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরুর সঞ্চালনায় আলোচনা করেন সাবেক সংসদ সদস্য আলহাজ মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন ও কামালউদ্দিন আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক দুই ডেপুটি কমান্ডার আলী আহম্মেদ বাচ্চু ও এনামুল হকসহ অন্য নেতারা।

সর্বশেষ খবর