বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ সরওয়ারকে প্রার্থী করার দাবি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ সরওয়ারকে প্রার্থী করার দাবি

বুধবার গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়

সিলেট-৬ আসনে তিন বারের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী এলাকায় বিরোধিতার মুখে পড়েছেন। গতকাল সিলেট-৬ আসনভুক্ত গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মিসভায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ ঝেরেছেন নেতা-কর্মীরা। একই সঙ্গে তারা দাবি করেছেন, আগামী নির্বাচনে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনকে প্রার্থী করার। আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী হতে গত কয়েক বছর ধরে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সরওয়ার।

গতকাল দুপুরে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোটে ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুত্ফুর রহমান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস ছামাদ জিলুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা পরিষদ সদস্য সায়্যিদ আহমদ সুহেদ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শরফ উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল লেইছ, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আ.লীগ নেতা জগলুল আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, লক্ষ্মীপাশা ইউপি আ.লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহিম নান্টু, ভাদেশ্বর ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রব, শরীফগঞ্জ ইউপি আ.লীগের সভাপতি লুত্ফুর রহমান, ফুলবাড়ী ইউপি আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমান, বাদেপাশা ইউপি আ.লীগের সভাপতি আবদুল কাদির, আমুড়া ইউপি আ.লীগের সভাপতি মঈন উদ্দিন, সহসভাপতি জাহাঙ্গীর মজিদ চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুল হক, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, বুধবারীবাজার ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহিদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওহীদুর রহমান ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জেড আলম প্রমুখ।

বক্তাদের সবার কণ্ঠেই ছিল শিক্ষামন্ত্রীর প্রতি ক্ষোভ। বক্তারা বলেন, ‘নুরুল ইসলাম নাহিদকে এমপি নির্বাচিত করেছেন দলীয় নেতা-কর্মীরা। এরপর তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। অথচ উপজেলা আওয়ামী লীগের কোনো মূল্যায়ন নেই তার কাছে। এমনকি দেখা করতে চাইলেও সুযোগ দেওয়া হয় না। সরকারি সফরে এলাকায় এসে তিনি সভা করেন। অথচ সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাওয়াত দেওয়া হয় না।’

সর্বশেষ খবর