শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগে স্বপন নাকি চয়ন বিএনপিতে ড. মুহিত নাকি মজলিস

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

আওয়ামী লীগে স্বপন নাকি চয়ন বিএনপিতে ড. মুহিত নাকি মজলিস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৬ আসনের সম্ভাব্য প্রার্থীরা। বেশির ভাগ সময় আসনটি বিএনপির দখলে থাকলেও ২০০৮ সাল থেকে আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আগামী নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ। আর প্রার্থী দুর্বলতার কারণে ২০০৮ সালে হারলেও আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। প্রার্থীরা সভা-সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ, পোস্টার, ব্যানার-ফেস্টুন টাঙ্গিয়ে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ-বিএনপিতে একাধিক প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করলেও দলীয় ও জনসমর্থনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ও বিএনপির তারুণ্য ব্যক্তিত্ব ড. এম এ মুহিত দলীয় মনোনয়ন পাবেন বলে দাবি নেতা-কর্মীদের। বিএনপি দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী কামরুদ্দিন এহিয়া খান মজলিস আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান। ওই সময় হেরে যাওয়ার কারণ হিসেবে প্রার্থীর অর্থনৈতিক দুর্বলতাকে দুষছিলেন নেতা-কর্মীরা। দল ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় কার্যক্রম স্থিমিত হয়ে পড়ে। এ অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে তারুণ্য ব্যক্তিত্ব ড. এম এ মুহিত দলের হাল ধরেন। প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তাদের আপদে-বিপদে পাশে দাঁড়ান। দলীয় কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করছেন। আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে প্রথম বিএনপির ঘাঁটি তছনছ করে আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলাম বিপুলভোটে বিজয়ী হয়। ২০১৪ সালে সংসদ নির্বাচনে হাসিবুর রহমান স্বপন মনোনয়ন পেয়ে বিনাভোটে নির্বাচিত হন। বিনাভোটে নির্বাচিত হলেও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তার উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যেতে শুরু করেছে শাহজাদপুরের চিত্র। স্বপনের নেতৃত্বে উপজেলা-পৌরসভাসহ ১৩টি ইউনিয়নেই আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের রাজনীতি থেকে দীর্ঘদিন দূরে থাকলেও বিগত পাঁচ-ছয় মাস ধরে সাবেক এমপি ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম মাঠে নেমেছেন। এ দুজন ছাড়াও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শেখ আবদুল হামিদ লাভলু ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন লবিং করছেন।

সর্বশেষ খবর