শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগে গ্রুপিং প্রকাশ্যে বিএনপির একক প্রার্থী

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

আওয়ামী লীগে গ্রুপিং প্রকাশ্যে বিএনপির একক প্রার্থী

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই তৎপরতা শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ছাড়াও সম্প্রতি আরও কয়েকজন মনোনয়ন প্রার্থী সক্রিয় হয়ে উঠেছেন। উপ-নির্বাচনে দলের অনেক মনোনয়নপ্রার্থী এমনকি প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট ছায়েদুল হকের স্ত্রীকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় সংগ্রামকে। সে কারণে আসছে নির্বাচনে তিনিই মনোনয়ন পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আওয়ামী লীগের অন্য মনোনয়ন প্রার্থীরা জোটবদ্ধ হয়ে তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন। জোটে আছেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা  এম এ করিম, কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ সম্পাদক নাজির মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি আদেশ চন্দ্র দেব, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট রাকেশ সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইখতেশামুল কামাল, লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ এহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহসভাপতি মো. আলমগীর, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী এমবি কানিজ, দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও জেলা কৃষকলীগের সদস্য মো. আশ্রাফ। তাদের সঙ্গে এবার যোগ দিয়েছেন প্রয়াত মত্স্যমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা মিনু। বিএনপির একমাত্র প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও আরএকে সিরামিকসের কর্ণধার সৈয়দ এ কে একরামুজ্জামান। জাতীয় পার্টির রেজওয়ান আহমেদ এবারও প্রার্থী হবেন। এ ছাড়া তার ছোট ভাই শাহানুল করিম সেলিমও জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন। এ ছাড়া ইসলামী ঐক্যজোটের আবুল কাসেম মো. আশরাফুল হক ও ইসলামী ফ্রন্ট থেকে কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী ইসলাম উদ্দিন দুলাল মনোনয়ন লাভের আশায় রয়েছেন।

সর্বশেষ খবর