শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগে একাধিক প্রার্থী, মাঠে নেই বিএনপি

আবদুল বারী, নীলফামারী-১

আওয়ামী লীগে একাধিক প্রার্থী, মাঠে নেই বিএনপি

ডোমার-ডিমলা দুই উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত নীলফামারী-১ আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে একাধিকজন কেন্দ্রে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। তবে এখানে বিএনপির ও জাতীয় পার্টির একক প্রার্থী। এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ডিমলা উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধো আফতাব উদ্দিন সরকার। সাবেক সংসদ সদস্য ড. হামিদা বানু শোভা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা আমিনুল হোসেন সরকার, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহশিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মনোয়ার হোসেন, ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার আমলে ওই দুটি উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার নির্বাচনী এলাকার ছোট-বড় সব অনুষ্ঠানেই উপস্থিত থেকে ভোটারদের খোঁজখবর নিচ্ছেন এবং নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। অন্যদিকে বিএনপির একাধিক নেতা-কর্মীর সঙ্গে আলাপ করে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন এ আসনে দলের চূড়ান্ত প্রার্থী। জানা যায়, ’৯১-এ এই আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ১৯৯৬ সালে ছিল জাতীয় পার্টির দখলে। ২০০১  আওয়ামী লীগের প্রার্থী আসনটি পুনরুদ্ধার করেন। ২০১৪ সালে প্রথমবার নির্বাচিত হন ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। তবে এবার জাতীয় পার্টিকে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ। দলটি নৌকা প্রতীকের প্রার্থীর দাবিতে মাঠে নেমেছে। পুরো এলাকা চষে বেড়াচ্ছে। তবে নির্বাচনী মাঠে কোনো তৎপরতা নেই বিএনপির। মনোনয়নপ্রত্যাশীদের লড়াইয়ে বিভক্ত স্থানীয় আওয়ামী লীগ। ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, তৃণমূলে তার যথেষ্ট প্রভাব ও যোগাযোগ রয়েছে। ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি নীলফামারী-১ আসন থেকে নির্বাচনে গেলে রাজনীতির হিসাব-নিকাশে বড় পরিবর্তন আসতে পারে।  জেবেল রহমান গাণি জানান, তার দল নির্বাচনে অংশ নিবে। অন্যদিকে এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা জাতীয় পার্টির সদস্য সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।

সর্বশেষ খবর