শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপিতে অভ্যন্তরীণ গ্রুপিং

দিনাজপুর প্রতিনিধি

আওয়ামী লীগ-বিএনপিতে অভ্যন্তরীণ গ্রুপিং

দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলেই রয়েছে অভ্যন্তরীণ গ্রুপিংসহ একাধিক সম্ভাব্য প্রার্থী। এই আসনে জামায়াতের কোনো প্রার্থীর প্রচারণা এখনো দেখা যায়নি। তবে যে দল কোন্দল-গ্রুপিং কাটিয়ে উঠতে পারবে সে দলের প্রার্থীই বিজয়ী হবে বলে তৃণমূলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ধারণা। দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনটি বেশিরভাগ সময় আওয়ামী লীগের দখলে ছিল। ২০০১ সালের মতো আওয়ামী লীগের দলীয় গ্রুপিংকে কাজে লাগিয়ে একাদশ নির্বাচনে আবার আঘাত হানতে চায় বিএনপি। অপরদিকে টানা দুইবারের বিজয়ী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমপি খালিদ মাহমুদ চৌধুরী এ আসনে মনোনয়ন পাওয়ার আশাবাদী। এ আসনে আওয়ামী লীগের অন্য সম্ভাব্য প্রার্থী ডা. মানবেন্দ্র রায় (মানব)। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন— কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদ দিনাজপুরের সদস্য সচিব এবং কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব মো. মঞ্জুরুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং বিরল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ ন ম বজলুর রশিদ। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন এবং বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন সম্ভাব্য মনোনয়ন প্রার্থী।

সর্বশেষ খবর