মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুমিল্লা-২

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সেলিমা আহমাদ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সেলিমা আহমাদ

কুমিল্লা-২ আসন থেকে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) বর্তমান সভাপতি সেলিমা আহমাদ এবার আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার মেজো ভাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন। একই সূত্র ধরে সেলিমা আহমাদ বঙ্গবন্ধুর নীতি আদর্শ অনুসরণ করে রাজনীতিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় পদচারণা শুরু করেন। বর্তমানে সেলিমা আহমাদ কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য। তিনি কুমিল্লা-২ আসন থেকে মনোনয়ন পেতে  তৎপর রয়েছেন। তিনি প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সর্বদা এলাকার খোঁজ-খবর রাখছেন। হোমনা ও তিতাস উপজেলায় বেকার বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। স্বাধীনতার পরে এই এলাকায় আওয়ামী লীগের কোনো আসন না থাকায় হোমনা উপজেলা দীর্ঘদিন অবহেলিত। ফলত, এলাকার উন্নয়নও অনেকটা পিছিয়ে আছে। সেলিনা আহমাদ হোমনা উপজেলার ভবিষ্যৎ নিয়ে বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের হাতকে ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের তৃণমূল সংগঠনগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করব। না পেলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখব। নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণ এবং শান্তির লক্ষ্যে কাজ করব। আমার প্রচারণায় বিপুল উৎসাহী এলাকার মানুষ। এ ছাড়া বাংলাদেশ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ সারা বিশ্বের সুবিধাবঞ্চিত নারী সমাজের জাগরণ, ক্ষুদ্র ও বৃহৎ পরিসরের ব্যবসায়ে নারী সমাজের উত্তরণ, নারী উদ্যোক্তা উন্নয়ন, আত্মনির্ভরশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একনিষ্ঠ ব্যক্তিত্ব ও পরামর্শদাতা হিসেবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নারী উদ্যোক্তা উন্নয়নেও নিরলস কাজ করে যাচ্ছি। নারীদের অগ্রগতি সম্পর্কে সেলিনা আহমাদ বলেন, ‘পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও এখন পিছিয়ে নেই। ইতিমধ্যে প্রায় নয় হাজার নারী উদ্যোক্তার স্বপ্ন বাস্তবায়নের সঙ্গী হয়েছিলাম। কুমিল্লা-২ আসন থেকে মনোনয়ন পেলে ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও সুদূরপ্রসারী করে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের বিশ্বমানে উন্নীত করতে সক্ষম হব।’

সর্বশেষ খবর