মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে আওয়ামী লীগের মনোনয়ন চান জগলু ও মাহফুজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আওয়ামী লীগের মনোনয়ন চান জগলু ও মাহফুজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন চান এডভোকেট মাহফুজুর রহমান ও জগলু চৌধুরী। শুক্রবার নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তারা তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ সিলেট-৪ এবং জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী সিলেট-২ আসন থেকে দলীয় প্রতীকে লড়তে চান। তবে উভয় প্রার্থীই দলীয় হাইকমান্ড থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, দলের স্বার্থে তার পক্ষে কাজ করে যাওয়ার কথাও বলেছেন।

লিখিত বক্তব্যে মাহফুজুর রহমান মাহফুজ বলেন, ‘১৯৮৫ সাল হতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী হয়ে শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হয়ে স্কুলজীবন থেকেই আমার রাজনৈতিক জীবনের শুরু। সিলেট-৪ আসনের সব স্তরের মানুষের সাথে আমি ছাত্রজীবন হতেই সুখে-দুঃখে থাকার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তনে বিশ্বাসী। তরুণদের দাবি নিয়ে আমি নির্বাচন করতে চাই।’ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে কৈশোরেই ছাত্রলীগে জড়িত হওয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে আমার হাতেখড়ি। ২০০২ সালে আওয়ামী লীগের কঠিনতম সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই। ২০১১ সালে সিলেট জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে আমাকে উপদপ্তর সম্পাদক পদে মনোনীত করেন জননেত্রী শেখ হাসিনা। আমার নির্বাচনী এলাকার জনসাধারণের নানামুখী সমস্যা সম্ভাবনা মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে দলীয় মনোনয়নে প্রার্থী হতে চাই।’

সর্বশেষ খবর