বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ফরিদপুর-২

সাজেদা চৌধুরীর পাশাপাশি মনোনয়ন চান বড় ছেলে আয়মন আকবর চৌধুরী

অজয় দাস, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সাজেদা চৌধুরীর পাশাপাশি মনোনয়ন চান বড় ছেলে আয়মন আকবর চৌধুরী

নগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ সংসদীয় আসন। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন সাজেদার বড় ছেলে নগরকান্দা আওয়ামী লীগ সভাপতি আয়মন আকবর ওরফে বাবলু চৌধুরী। একই আসন থেকে মা ও ছেলের মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি ওই এলাকার জন্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সালথা উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, আপা (সাজেদা চৌধুরী) দলীয় মনোনয়নপত্র কিনেছেন এবং জমা দিয়েছেন। সাজেদা চৌধুরী আমাদের নেত্রী, আমরা বিশ্বাস করি তিনি এ আসন থেকে মনোনয়ন পাবেন। আয়মন আকবরের মনোনয়নপত্র কেনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে দেলোয়ার হোসেন বলেন, আমি শুনেছি তিনি (আয়মন) মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। আমি মনে করি এ বিষয়টি পারিবারিকভাবে সমন্বয় করা হলেই সবচেয়ে ভালো হবে। এ ব্যাপারে সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব মো. শফিউদ্দিন চৌধুরী বলেন, মায়ের পাশাপাশি পুত্র আয়মন আকবর মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন বলে আমি জেনেছি। তার (আয়মন) এ কাজটি শোভন ও যুক্তিসঙ্গত আচরণ হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক।

আয়মন আকবর বলেন, মা (সাজেদা)  মনোনয়ন পেলে আমার কোনো আপত্তি নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর