বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
নারায়ণগঞ্জ-৩

ধানের শীষে মান্নানকে চান নেতা-কর্মীরা

মো. আল-আমিন, সোনারগাঁ প্রতিনিধি

ধানের শীষে মান্নানকে চান নেতা-কর্মীরা

আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান। হামলা-মামলার শিকার, কারা নির্যাতিত এই ত্যাগী নেতা এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দফায় দফায় সভা করে মান্নানকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেন। জানা গেছে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মান্নান নেতা-কর্মীদের নিয়ে  সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আলোচনা সভা করেছেন। উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনা করার জন্য  কমিটি গঠন করেছেন। অপরদিকে, সংস্কারবাদী রেজাউল করিম মাঠে না থাকায় শক্ত অবস্থানে রয়েছেন মান্নান। নেতা-কর্মীরা বলছেন, ‘দলের হাইকমান্ড আমাদের দুর্দিনের নেতা আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষে সোনারগাঁ থেকে মনোনয়ন দেবে। আর আমরা তাকে বিজয়ী করে আনব।’

কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক বলেন, ‘দুর্দিনে যিনি আমাদের পাশে ছিলেন তিনি হলেন আজহারুল ইসলাম মান্নান। এ আসনে ধানের শীষে তাকে মনোনয়ন দিলে তার বিজয় নিশ্চিত।’

সংস্কারবাদী নেতা রেজাউল করিমকে সোনারগাঁয়ের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করেছে। তিনি হলেন বসন্তের কোকিল। সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি  কামরুজ্জামান মাসুম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে সংস্কারবাদীদের কোনো স্থান নেই। সোনারগাঁবাসী সংস্কারবাদী নেতা রেজাউল করিমকে বয়কট করেছে। তাকে কোনো আন্দোলন-কর্মসূচিতে দেখা যায় না। সব সময় যাকে কাছে পাই তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নান।  ধানের শীষে তার মনোনয়নের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর