বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোট রঙ্গ

এমপি হতে চান বাবা ও ছেলে

লক্ষ্মীপুর-৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

এমপি হতে চান বাবা ও ছেলে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে বাবা পৌর মেয়র আবু তাহের ও তার মেঝো ছেলে সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু এমপি হতে চান। দুজনই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মেয়র আবু তাহের জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আর টিপু জেলা যুবলীগের বর্তমান সভাপতি পদে রয়েছেন।

দলীয় মনোনয়ন ফরম নেওয়ার পর থেকে তাদের অনুগত নেতা-কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া-সমর্থন চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অনেকেই নৌকা মার্কায় ভোটও চাচ্ছেন। জানা যায়, শনিবার আবু তাহের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর একদিন পর রবিবার টিপু তার অনুসারীদের দিয়ে লক্ষ্মীপুর-৩ (সদর) ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ব্যাপারে এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছি। আমি লক্ষ্মীপুর-৩ (সদর) ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জননেত্রী শেখ হাসিনা আমাদের ত্যাগ-শ্রম  মূল্যায়ন করবেন বলে বিশ্বাস রাখি।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর