শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগ বিএনপিতে একাধিক প্রার্থী

বাদল নূর

আওয়ামী লীগ বিএনপিতে একাধিক প্রার্থী

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী নির্বাচনী প্রচারণায় নেমেছেন। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতারা।

আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা-৭ আসনের বর্তমান এমপি হাজী মো. সেলিম, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ওই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাজী সেলিমের ছেলে মো. সোলায়মান সেলিম, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মোহাম্মদ নাজমুল হক, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ আবদুর রহমান এবং জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। এ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এম এ আজিজের সন্তান ও ২৭ নম্বর ওয়ার্ডের কমিশনার ওমর বিন আবদুল আজিজ তামিম। ২০০৮ সালে এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছিলেন সাবেক এমপি কারাবন্দী নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু। বিগত ওয়ান-ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে আমৃত্যু তিনি জেলে ছিলেন। প্রয়াত নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর অকাল শূন্যতায় তার সহধর্মিণী ও ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নাসিমা আক্তার কল্পনা এ আসন থেকে এবার মনোনয়ন চাইবেন। এরই মধ্যে তিনি দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেন। এছাড়া এই আসনে  বিএনপির কেন্দ্রীয় যুব বিষয়ক সহসম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ, যুবদল নেতা রফিক আহমেদ ডলার, মোনায়েম লিলি, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রাসেল ও সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নাসিমা আক্তার কল্পনা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার স্বামী এই আসন থেকে সংসদ সদস্য ছিলেন। তিনি একজন জনপ্রিয় নেতা ছিলেন। তার আসন পুনরুদ্ধারে আমি লড়াই করব ইনশাআল্লাহ। এ আসনে প্রচারণায় এগিয়ে আছেন হাজী মো. সেলিম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন দলীয় মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদী। হাজী মো. সেলিম বলেন, আমি দলের দুঃসময়ে দলের জন্য কাজ করেছি। কারাভোগ করেছি। আশা করি আওয়ামী লীগ সভানেত্রী আমাকে দলীয় মনোনয়ন দেবেন।

তামিম বলেন, আদি ঢাকাইয়া হিসেবে প্রার্থী করা হলে নেত্রী আমাকেই বেছে নেবেন।

সর্বশেষ খবর