শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
লক্ষ্মীপুর-১

গণতন্ত্রের মুক্তির লড়াইয়ে মাঠে শাহাদাত সেলিম

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের মুক্তির লড়াইয়ে মাঠে শাহাদাত সেলিম

গণতন্ত্র মুক্তি, অস্তিত্বের লড়াইয়ে ভোটের মাঠে নেমেছেন শাহাদাত হোসেন সেলিম। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে কাজ করছেন। এলডিপির এই নেতা ২০ দলীয় জোট থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। ২০১২ সাল থেকে নিজ নির্বাচনী আসনে কাজ করে চলেছেন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভয় ও প্রলোভন উপেক্ষা করে ২০ দলের সঙ্গে ছিলেন। নিজের এলাকায় শিক্ষানুরাগী, সদালাপী মানুষ হিসেবে পরিচিত এই নেতা দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য। সম্প্রতি নিজ গ্রাম করপাড়াতে নিজস্ব জমিতে ও অর্থায়নে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে উদার হাতে সহযোগিতা করে আসছেন। সরকারের দমনপীড়নে হামলা-মামলার শিকার বিএনপি নেতা-কর্মীদের পাশে ছিলেন নিরলসভাবে। শাহাদাত সেলিম ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত সেলিম বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির সঙ্গে যোগাযোগ করে নির্বাচন করার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিএনপির সব নেতা ভেদাভেদ ভুলে আমার সমর্থনে ঐক্যবদ্ধ হবেন। কারণ এটি শুধু নির্বাচন নয়, এটি একটি আন্দোলন। এটি মুক্তির লড়াই, এটি দেশ ও গণতন্ত্রের অস্তিত্বের লড়াই।

সর্বশেষ খবর