শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অধ্যাপক রফিকুলের ব্যতিক্রমী প্রচারে এলাকায় সাড়া

নিজস্ব প্রতিবেদক, যশোর

অধ্যাপক রফিকুলের ব্যতিক্রমী প্রচারে এলাকায় সাড়া

অধ্যাপক রফিকুল ইসলাম যশোর-২ আসনের (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) সংসদ সদস্য ছিলেন। এর আগে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি গত কয়েকমাস ধরেই ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম চষে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড। এভাবে সশরীরে তো যাচ্ছেনই, সরকারের পক্ষে প্রচারণায় তিনি ডিজিটাল প্রযুক্তিও নানাভাবে ব্যবহার করছেন। আর এটাই স্থানীয় ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে। কয়েকমাস আগে থেকেই অধ্যাপক রফিকুল ইসলাম ও তার নেতা-কর্মীরা বিশেষভাবে তৈরি একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার প্রতিটি ভোটারের তথ্য সংগ্রহ অভিযান শুরু করেন। এজন্য তিনি তার নেতা-কর্মীদের প্রশিক্ষণও দেন। এভাবে দুই উপজেলার প্রায় ৮০ ভাগ ভোটারের মোবাইল ফোন নম্বরসহ অন্যান্য তথ্য তিনি সংগ্রহ করেন। অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘জামায়াত-বিএনপির অপপ্রচার রুখতে আমার এই অ্যাপস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী নির্বাচনে জামায়াত-বিএনপির সাইবার যুদ্ধের মোকাবিলায় আমি  প্রস্তুত’।

সর্বশেষ খবর