সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবারও ভোটে লড়বেন এহছানুল হক মিলন

নেয়ামত হোসেন, চাঁদপুর

এবারও ভোটে লড়বেন এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন

চাঁদপুর-১ (কচুয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়তে চান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন। নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ড. মিলন। এলাকায় না আসতে পারলেও তার শুভাকাঙ্ক্ষীরা ব্যানার ও ফেস্টুনে বিভিন্ন শুভেচ্ছামূলক প্রচার-প্রচারণার মাধ্যমে দলীয় প্রার্থিতার পূর্বাভাস দিয়েছেন। এ ছাড়া বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে ভোটাররাও চায়ের টেবিলে ঝড় তুলছেন। নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে নানা রকম হিসাব-নিকাশ ও জল্পনা-কল্পনা। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ড. আলমগীরকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে গেজেটে ড. আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হলেও পরবর্তীতে মহামান্য হাই কোর্ট, সুপ্রিম কোর্টেও তিনি চ্যালেঞ্জ করেন।

প্রতিমন্ত্রী থাকাকালে তিনি নকল প্রতিরোধ আন্দোলন, শিক্ষক নিয়োগ, নিবন্ধনসহ ব্যাপক সংস্কারমূলক কাজ করেন। বিশেষ করে চাঁদপুরের দায়িত্ব পাওয়ার পর তিনি নিজ উদ্যোগে জাটকা নিধন প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন। বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য লন্ডনের ব্রিটিশ ‘এভ্রুপিয়েন ইউনিভার্সিটি অ্যান্ড দ্য ইউকে কমিশন ফর কনসিসটেন্ট লার্নিং’ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সূত্র জানায়, মিলন যে কোনো সময় আদালতে হাজিরা দেবেন এবং ভোটে লড়বেন।

সর্বশেষ খবর