মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে মনোনয়ন দৌড়ে ৯ চিকিৎসক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম নিয়েছেন চট্টগ্রামের নয় চিকিৎসক। ইতিমধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ দলের পক্ষে ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন  প্রত্যাশী চিকিৎসক আছেন পাঁচজন এবং বিএনপির চারজন আছেন।

আওয়ামী লীগের মনোনয়ন  প্রত্যাশীদের মধ্যে চট্টগ্রাম-১০ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডা. আফসারুল আমীন এবং বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম-১৫ আসন থেকে নির্বাচন করতে ফরম সংগ্রহ করেছেন স্বাচিপ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. জামাল উদ্দিন  চৌধুরী, চট্টগ্রাম-৮ রাঙ্গুনিয়া থেকে ফরম সংগ্রহ করেছেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল। অন্যদিকে, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন (বর্তমানে কারাগারে) এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে ড্যাব চট্টগ্রামের সাবেক সভাপতি ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে ডা. মহসিন জিল্লুর করিম এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে ডা. ফাওয়াজ শুভ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা  যায়।  

সর্বশেষ খবর