বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
মুন্সীগঞ্জ-১

ধানের শীষ নিয়ে লড়তে চান মো. আবদুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক

ধানের শীষ নিয়ে লড়তে চান মো. আবদুল্লাহ্

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আল মুসলিম গ্রুপের স্বত্বাধিকারী মো. আবদুল্লাহ্। তিনি মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে মনোনয়ন চেয়েছেন। ব্যবসার পাশাপাশি সমাজসেবা ও বিএনপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত তিনি।

মো. আবদুল্লাহ্ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে দলীয় সিদ্ধান্তকেই মেনে নেব। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে হযরতপুর (গোপালপুর) গ্রামে জন্ম মো. আবদুল্লাহ্র। তার পিতার নাম মো. মুসলিম মিয়া। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। আবদুল্লাহ্ নিজ অর্থায়নে আলী আজগর এবং আবদুল্লাহ্ ডিগ্রি কলেজ, শেখ মো. আবদুল্লাহ্ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। শ্রীনগর সিরাজদিখান এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলেও জানিয়েছেন আবদুল্লাহ্। তিনি মনোনয়ন পেলে মুন্সীগঞ্জ-১ এর হারানো আসনটি দলের সভানেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে পারবেন বলে শতভাগ আশাবাদী।

 

 

সর্বশেষ খবর