শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দেশবাসী গ্রহণযোগ্য একটা নির্বাচন চায়

—মিছবাহুর রহমান চৌধুরী

শফিকুল ইসলাম সোহাগ

দেশবাসী গ্রহণযোগ্য একটা নির্বাচন চায়

বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ও ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) দেশবাসীর আস্থা অর্জন করতে হবে। দেশবাসী ৩০ ডিসেম্বর একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ইসিকে শুধু ক্যামেরার সামনে না এসে সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, তিনি নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তার সংগঠন ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন। লক্ষ্মীপুর-১ আসনে সংগঠনের কো-চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল, ফরিদপুর-৫ আসনে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী, চাঁদপুর-৪ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদেদ্দী, চট্টগ্রাম-২ বা ঢাকা-১৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন মাইজভাণ্ডারী জোটগতভাবে মনোনয়নের জন্য তালিকা পাঠানো হয়েছে। মিছবাহুর রহমান চৌধুরী সারা দেশে আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় অংশ নেবেন। মিছবাহুর রহমান চৌধুরী বলেন, বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সরকারের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামীতেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ক্ষমতায় আসা দরকার। এর ব্যতিক্রম কিছু হলে উন্নয়ন ব্যাহত হবে। তিনি বলেন, ‘ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে শক্তিশালী করার জন্য পার্টির কো-চেয়ারম্যান এম এ আউয়াল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের লক্ষ্য একটাই, আর তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর