রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি : মুকুল বোস

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি : মুকুল বোস

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস বলেছেন, স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে আমি ভোট করতে চাই। নেত্রী যে সিদ্ধান্ত দেবেন— সেটাই মাথা পেতে নেব। আমি এমপি হতে পারলাম কি পারলাম না— সেটা বড় কথা নয়। বড় কথা— বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত আছি। মুকুল বোস আরও বলেন, ‘১/১১ সময়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে কথা না বলায় তসকালীন ডিজিএফআইয়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার বারী আমার মেয়েদের থ্রেট করেছিল। নানা হুমকি-ধমকি দিয়েছিল। আমি দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় সাধ্যমতো চেষ্টা করেছি, নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে। আমি কখনোই নেত্রীর বিরুদ্ধে ছিলাম না। তার দেশে আসার বিরোধিতাও করিনি।’ তিনি বলেন, ‘একটি গণমাধ্যমে গণভবনের বৈঠকের বরাদ দিয়ে প্রকাশিত সংবাদের একটি অংশে আমাকে জড়িয়ে যে তথ্য দেওয়া হয়েছে— তা সঠিক নয়। প্রকৃত কথা হচ্ছে, সারা দেশ থেকে আগত দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী একপর্যায়ে বলছিলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর অনেকেই প্রতিবাদ করার সাহস পাননি। তখনই আমি বলেছিলাম— না নেত্রী ১৫ আগস্ট সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে আমিসহ বেশ কয়েকজন প্রতিবাদ মিছিল বের করি। তখন নেত্রী বলেছিলেন সব তথ্যই আমার জানা আছে। এর বাইরে আর কোনো কথা তিনি বলেননি।’ আওয়ামী লীগের সাবেক এ যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস বলেন, ‘১/১১ সময়ে যারা আওয়ামী লীগ সভানেত্রীর চরম বিরোধী ছিলেন, তারা এখন নেত্রীর আসপাশে ঘুরঘুর করছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর