বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
রংপুর-৬

পীরগঞ্জে নৌকার মাঝি কে হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পীরগঞ্জে নৌকার মাঝি কে হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি স্পিকার শিরীন শারমিন

রংপুর-৬ পীরগঞ্জ আসনে নৌকার মাঝি হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী দুজনই মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে ভোটার নেতা কর্মী সমর্থকদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে আসলে কে হচ্ছেন পীরগঞ্জ আসনে নৌকা মার্কার প্রার্থী।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার টি এম মমিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদান করা উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, মিঠাপুকুরের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, পীরগাছা-কাউনিয়া আসনের এমপি টিপু মুন্সি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইসলাম রাঙ্গা, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু। এ ছাড়া ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে স্পিকার বড়দরগা মাজার জিয়ারত করে ফতেহপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও  শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ খবর