বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
রংপুর

নির্বাচনী ইশতেহারে রংপুরেই কর্মসংস্থান চান নারী ভোটাররা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ঢাকা থেকে রংপুর বহুদূর। কিলোমিটারের হিসাবে যা ৩৫০ কিলোমিটার। এতটা পথ পাড়ি দিয়ে ঢাকায় গিয়ে কাজের সন্ধান করতে চান না রংপুরের নারীরা। এর সমাধান হিসেবে রংপুরেই কর্মসংস্থানের নিশ্চয়তা চান তারা। রংপুর বিভাগীয় শহর হলেও এখানে সেই অর্থে  শিল্প-কলকারখানা গড়ে ওঠেনি। এর ফলে প্রতি বছর এ বিভাগের নারীরা কাজের জন্য ছুটছেন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের নানা প্রান্তে। রংপুরে নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হলে উন্নয়নের সঙ্গে সঙ্গে বদলে যাবে এখানকার অর্থনৈতিক চিত্র, এমনটাই মনে করছে এ এলাকার নারী ভোটাররা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনী ইশতেহারে রংপুর বিভাগের টেকসই উন্নয়ন পরিকল্পনাসহ নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাব সংযোজনের দাবি করেছেন এ অঞ্চলের নারী সংগঠকরা।

এবার রংপুর বিভাগে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ২৬৪ জনে। গতবারের চেয়ে ভোটার বেড়েছে পৌনে ১২ লাখ ৭৩ হাজার ৮৫৬। এদের মধ্যে নারী ও তরুণ ভোটারই বেশি। পুরুষের তুলনায় নারী ভোটার বেশি হলেও এই অঞ্চলে নারীদের জন্য নেই তেমন কোনো বড় কর্মসংস্থান।

সর্বশেষ খবর