বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
পঞ্চগড়-১

ছেলের হাতে ধানের শিষ তুলে দিলেন জমিরউদ্দিন সরকার

পঞ্চগড় প্রতিনিধি

ছেলের হাতে ধানের শিষ তুলে দিলেন জমিরউদ্দিন সরকার

নিজের জন্মভিটায় আনুষ্ঠানিকভাবে ছেলে ব্যরিস্টার নওশাদ জমিরের হাতে ধানের শিষ তুলে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। সোমবার রাতে তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের নিজের বাড়িতে এক আশীর্বাদ অনুষ্ঠানের মাধ্যমে ছেলের হাতে ধানের শিষ তুলে দেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে তার ছেলে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। নওশাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তবে বয়সের কারণে কোনো আসন থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন না জমিরউদ্দিন সরকার। তিনি এই আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন। জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে এই আশীর্বাদ অনুষ্ঠান হয়। উপজেলা বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে এ সময় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আবেগঘন ভাষায় বলেন, আমি চেষ্টা করেছি আমার এলাকার সেবা করার। ছেলেকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা তাকে দেখে রাখবেন। দেশের এই দুর্দিনে আপনারাই পারবেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে। ব্যারিস্টার নওশাদ তার বক্তব্যে বলেন, এমন একটা সময়ে আপনাদের কাছে পেলাম যখন দেশে নির্মমতা-পাশবিকতা মধ্যযুগকেও ছাড়িয়ে গেছে। শুধু নমিনেশন পেপার বিক্রি করে বিএনপি আয় করেছে ১৩ কোটি টাকা। আর বেগম খালেদা জিয়াকে এই সরকার আটক রেখেছে দুই কোটি টাকার মামলায়। স্বৈরাচার এই সরকার কতটা নির্মম জনগণ তা বুঝতে পেরেছে। এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর