শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
টাঙ্গাইল-৮

কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টের প্রার্থী নাকি কুঁড়ি সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টের প্রার্থী নাকি কুঁড়ি সিদ্দিকী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে লড়বেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম নাকি মেয়ে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী? গত বুধবার এ আসনে বাপ-বেটি যৌথভাবে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর থেকেই সাধারণ ভোটারদের মধ্যে এ প্রশ্ন। সাংবাদিকদের প্রশ্নে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, যেই হোক এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী থাকবেই। বিষয়টি রাজনৈতিক কৌশল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিন দিনের মধ্যেই ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী নামটি পরিচিত হয়ে উঠেছে দুই উপজেলার সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলেন, কাদের সিদ্দিকী কিংবা কুঁড়ি সিদ্দিকী যেই আসবেন তাকেই বিজয়ী করতে ভোটযুদ্ধে লড়বে বিএনপি। দলীয় অবস্থান তুলে ধরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম বলেন, এ আসনটি কৃষক শ্রমিক জনতা লীগের বড় একটি ভোটব্যাংক, এর সঙ্গে যোগ হচ্ছে বিএনপির ভোট। এ ছাড়া গ্রুপিংয়ের কারণে আওয়ামী লীগেরও কিছু ভোট পাবেন বলে আশা করছেন তিনি। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবদুল লতিফ, স্বতন্ত্র প্রার্থী বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, লিয়াকত আলী ও ন্যাশনাল পিপলস পার্টির শফি সরকার মনোনয়ন জমা দিয়েছেন।

সর্বশেষ খবর