শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুষ্টিয়া-২

ঐক্যফ্রন্টে প্রার্থী জট

কুষ্টিয়া প্রতিনিধি

ঐক্যফ্রন্টে প্রার্থী জট

একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন। তবে ২০০৮ সাল থেকে আসনটি মহাজোটের দখলে রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের এক প্রার্থী হিসেবে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মনোনয়ন পেয়েছেন এ আসনে। এবার মহাজোট থেকে আর কেউ মনোনয়নও জমা দেননি এখানে। তাই তিনি অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন। তবে প্রার্থী মনোনয়ন নিয়ে বেকায়দায় আছে জাতীয় ঐক্যফ্রন্ট। এখানে এ নির্বাচনী জোটে রীতিমতো প্রার্থী জট দেখা দিয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট প্রাথমিকভাবে তিনজন প্রার্থী মনোনয়ন দিয়েছে কুষ্টিয়া-২ আসনে। এবার মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন এ আসন থেকে বিএনপির পরপর তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও  কুষ্টিয়া  জেলা  বিএনপির  সাবেক  সভাপতি  অধ্যাপক  শহীদুল ইসলাম। এবার যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন— জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী,  জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লিঙ্কন। তবে এই তিনজনের পাশাপাশি সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম ও জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল গফুরও মনোনয়ন জমা দিয়েছেন। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এই ৫ প্রার্থীর সবাই যেমন নিজ নিজ অবস্থান থেকে দলের চূড়ান্ত মনোনয়ন লাভের চেষ্টা করে যাচ্ছেন তেমনি তারা গোপনে নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। বিএনপির একটি সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতসহ নানা অভিযোগের কারণে এবার মনোনয়ন দৌড়ে ছিটকে পড়েন বিএনপি নেতা অধ্যাপক শহীদুল ইসলাম। অন্যদিকে হাই কোর্টে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা লড়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নেক নজরে আসেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তবে এ আসনে জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় নেতা আহসান হাবিব লিঙ্কনেরও শক্ত অবস্থান রয়েছে। তার দলের হাইকমান্ড এ আসনে আহসান হাবিব লিঙ্কনের মনোনয়ন নিশ্চিত করতে জোর চেষ্টা চালাচ্ছে বলে সূত্র জানায়। তবে এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী যেই হোন, তাকে একদিকে মহাজোটের হেভিওয়েট প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মোকাবিলা করতে হবে, পাশাপাশি সামলাতে হবে দলীয় কোন্দল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর