রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শমসেরকে নিয়ে শঙ্কায় নাহিদ বিরোধী জোটে চাপা ক্ষোভ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

শমসেরকে নিয়ে শঙ্কায় নাহিদ বিরোধী জোটে চাপা ক্ষোভ

নানামুখী গুঞ্জনের পর সিলেট-৬ আসনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম নাহিদ। কিন্তু এর পরও স্বস্তিতে নেই শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা এই নেতা। বিকল্পধারার নেতা শমসের মবিন এ আসনে মনোনয়নপত্র দাখিল করায় নাহিদ আছেন শঙ্কার মধ্যে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ২৩-দলীয় জোটেও রয়েছে চাপা ক্ষোভ। এ আসনে বিএনপি যেমন প্রার্থী দিয়েছে, তেমনি জোটসঙ্গী জামায়াত ও ইসলামী ঐক্যজোটের নেতারাও মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিলেট-৬ আসনভুক্ত দুই উপজেলা হচ্ছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ। এ দুই উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নুরুল ইসলাম নাহিদের দূরত্ব রয়েছে বলে অভিযোগ ছিল। যার ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাহিদ আবারও আওয়ামী লীগের মনোনয়ন পান কিনা, তা নিয়ে নানামুখী গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রবীণ এই নেতার ওপরই আস্থা রেখেছে। তবে মনোনয়ন পেলেও স্বস্তি পাচ্ছেন না নাহিদ। বিএনপির সাবেক নেতা শমসের মবিন সম্প্রতি যোগ দেন বিকল্পধারায়। বিকল্পধারা যোগ দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী জোটে। এরপর শমসের মবিনের জন্য সিলেট-৬ আসন আওয়ামী লীগের কাছে দাবি করে বিকল্পধারা। তবে আওয়ামী লীগ সে দাবিতে কান না দিয়ে নাহিদকে প্রার্থী ঘোষণা করে। তাতে দমে না গিয়ে শমসের মবিনও ইসিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর ফলে নাহিদ পড়েছেন শঙ্কার মধ্যে। প্রথমত, বিকল্পধারা আলোচনার মাধ্যমে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে আসনটি নিজেদের প্রার্থীর জন্য নিয়ে যায় কিনা, দ্বিতীয়ত, কেন্দ্রে সমঝোতা না হলে শমসের মবিন মাঠ ছাড়বেন কিনা— এ দুই শঙ্কা ঘিরে ধরেছে নাহিদকে। এদিকে, তফসিল ঘোষণার পর এলাকায় মনোযোগী হয়েছেন নাহিদ। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নেতা-কর্মীরাও আমাকেই আবার নির্বাচনে দেখতে চায়। এ জন্য দলও আমাকে মনোনয়ন দিয়েছে। সবমিলিয়ে অবস্থা খুবই ভালো।’

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন বলেন, ‘আমি দল থেকে প্রার্থী হয়েছি। এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি।’

সর্বশেষ খবর