রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জ-২ পিতা-পুত্র আর ৩-এ ভোটযুদ্ধে দুই ভাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে পিতা ও পুত্র সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ফলে কে আসল প্রার্থী আর কে ডামি প্রার্থী এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে দুজনই আসল প্রার্থী বলে দাবি করছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দুই চাচাতো ভাই বৃহৎ দুই দলের প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। জানা গেছে, গত ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সহকারী রিটার্নিং অফিসার ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নূরুল ইসলাম সেন্টু এবং তার ছেলে মো. ফেরদৌস ইসলাম। এর পর তারা দুজনই আসল প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখার অপেক্ষায় থাকতে হবে কে আসল প্রার্থী। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য মো. আবদুল ওদুদ এবং তার আপন চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশিদ বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল রয়েছে। শেষ পর্যন্ত কে নির্বাচিত হন তা দেখার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সর্বশেষ খবর