সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কারাবন্দী নেতা শাহাদাতের পক্ষে ওয়ার্ডে-ইউনিটে উঠান বৈঠক

ফারুক তাহের, চট্টগ্রাম

কারাবন্দী নেতা শাহাদাতের পক্ষে ওয়ার্ডে-ইউনিটে উঠান বৈঠক

চট্টগ্রাম নগর তথা জেলা রাজনীতির সব থেকে গুরুত্বপূর্ণ আসন মনে করা হয় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনকে। নতুন করে আসন বিন্যাসের আগে এটি ছিল চট্টগ্রাম-৮ আসন। অতীতের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়— এই আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন, তার দলই সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থী হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তবে গত মাসাধিককাল ধরে একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাবন্দী রয়েছেন। তার বিপরীতে একই আসনে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। কিন্তু রাজনৈতিক গুরুত্ববহ এই আসনটিতে ধানের শীষ প্রতীকে কারান্তরীণ ডা. শাহাদাতকে জিতিয়ে আনতে তার পক্ষে একাট্টা হয়েছেন বিএনপির সব শ্রেণির নেতা-কর্মী। মর্যাদার এই লড়াইয়ে টিকে থাকা এবং বিজয় ছিনিয়ে আনার জন্য ইতিমধ্যে এই আসনের ওয়ার্ডে এবং ইউনিটে বিএনপি নেতা ডা. শাহাদাতের পক্ষে সংগঠনের অন্যরা উঠান বৈঠক শুরু করেছেন।

এদিকে গত শুক্রবার বিকালে নগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নগর বাসভবন চত্বর থেকে এই উঠান বৈঠকের যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম-৯ আসনের উচ্চপদস্থ নেতা ও সাধারণ কর্মীরা উপস্থিত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে একাত্মতা প্রকাশ করেন। নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলম জানান, দলের মনোনীত প্রার্থী ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত পেশাজীবী প্রতিনিধি ডা. শাহাদাত হোসেনের পক্ষে চট্টগ্রাম-৯ আসনে কাজ করতে কারও কোনো দ্বিমত নেই। কারাবন্দী নেতা ডা. শাহাদাতকে মুক্ত করে আনতে এবং তাকে বিজয়ী করতে আমরা লড়াই-সংগ্রাম ও নির্বাচনী কৌশল চালিয়ে যাব।

সর্বশেষ খবর