মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিলেট-৬

নৌকা চান শমসের মবিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নৌকা চান শমসের মবিন

মনোনয়ন যাচাই-বাছাই শেষ। এখন প্রতীকের অপেক্ষা। যেসব আসনে জোট-মহাজোটের একাধিক প্রার্থী রয়েছেন সেখানে চলছে প্রতীকের লড়াই। এবার সিলেট-৬ আসনে নৌকা প্রতীক নিয়ে চলছে দুই হেভিওয়েটের লড়াই। এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া শমসের মবিন চৌধুরী। বিকল্পধারা থেকে মনোনয়ন জমা দিলেও শেষ পর্যন্ত মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করার ব্যাপারে আশাবাদী শমসের। মনোনয়ন জমা দেওয়ার পর থেকে নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চেষ্টা করছেন দলের নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধ করার। নৌকার পক্ষে তাদের মাঠে নামানোর। এমতাবস্থায় গত রবিবার শিক্ষামন্ত্রী নাহিদকে নৌকা প্রতীক না দেওয়ার দাবিতে বিয়ানীবাজারে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। তাদের অভিযোগ নাহিদ গত ১০ বছর নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি। এলাকার উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মহাজোটের প্রার্থী করার দাবি জানাচ্ছেন তারা। এদিকে, নাহিদের বিরুদ্ধে নেতা-কর্মীদের এই ক্ষোভের সুযোগ নিতে চান বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরী। বিকল্পধারা থেকে মনোনয়ন জমা দিলেও তিনি চূড়ান্ত প্রার্থী হতে চান মহাজোটের। নৌকা প্রতীক নিয়েই করতে চান নির্বাচন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর