বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
মৌলভীবাজার-২

নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ দুই এমপি সুলতানকে নিয়েই আস্থা আব্বাসের

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ দুই এমপি সুলতানকে নিয়েই আস্থা আব্বাসের

দুই এমপি ঐক্যবদ্ধ হওয়ার খবর এখন ‘টক অব দ্য জেলা’। নিজ নির্বাচনী এলাকায়ও পড়েছে ব্যাপক প্রভাব। চলছে নানা আলোচনা। আর জয় পরাজয়ের হিসাব-নিকাশ। আব্বাস সুলতান একাত্ম হওয়ায় পাল্টে যাচ্ছে ভোটের মাঠের দৃশ্যপট। স্থানীয় ঐক্যজোটের নেতা-কর্মীরাও হয়েছেন উজ্জীবিত। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররাও। সুলতান মোহাম্মদ মনসুর আর নওয়াব আলী আব্বাস খান রাজনীতিতে দুজন দুই ধারা হলেও ভোটের মাঠে এখন দুজনই একজোট। তাদের দুজনেরই সাবেক এমপি হিসেবে নিজ নির্বাচনী এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা, রয়েছে দৃশ্যমান উন্নয়ন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হয়েছেন। আর অন্যজন নির্বাচন থেকে দূরে রয়েছেন। তবে তাদের দুজনই ঐক্যজোট হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। উদ্দেশ্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করা। তারা দুজনই বিএনপি না করলেও আছেন জোটে। একজন ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা। বর্তমানে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা। আর অন্যজন আছেন বিএনপির নেতৃত্বাধীন ২৩-দলীয় জোটভুক্ত জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য হিসেবে। একজন জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশ নিচ্ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আর অন্যজন জোটের সিদ্ধান্ত মেনে ভোটের মাঠে তাঁকে সহযোগিতা করছেন। এখন ভোটের মাঠে একসঙ্গে কাজ করবেন এমন প্রত্যয়ও তাদের। নির্বাচনী সভা-সমাবেশ ও উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করছেন। অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস জানান, ২৭ নভেম্বর থেকেই কুলাউড়ায় পৌঁছে প্রকাশ্যেই জাতীয় নেতা সুলতান মনসুরের সঙ্গে নির্বাচনী কাজে সহযোগিতা করতে মাঠে নেমেছেন।

সর্বশেষ খবর