বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নওগাঁ-৫

৫ বছরে আবদুল মালেকের সম্পদ বেড়েছে সাড়ে চারগুণ স্ত্রীর দুইগুণ

নওগাঁ প্রতিনিধি

৫ বছরে আবদুল মালেকের সম্পদ বেড়েছে  সাড়ে চারগুণ স্ত্রীর দুইগুণ

নওগাঁ-৫ (সদর) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেকের গত পাঁচ বছরে সম্পদ বেড়েছে সাড়ে চারগুণ। আর তার স্ত্রী শাহনাজ মালেকের সম্পদ বেড়েছে দুইগুণ। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল মালেকের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের আগে আবদুল মালেকের জমা দেওয়া হলফনামায় দেখা যায়, তার পেশা ছিল ব্যবসা (বিবিধ পণ্যের ব্যবসা)। ব্যবসা থেকে আয় ছিল ৯ হাজার টাকা। কৃষি খাত থেকে ৫ হাজার ২৪৫ টাকা। দোকান ভাড়া ও সঞ্চয়পত্র থেকে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের বার্ষিক আয় ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া সংসদ সদস্য হিসেবে তিনি ২ লাখ ৫৫ হাজার ৭৫৫ টাকা সম্মানী পেতেন বলে হলফনামায় উল্লেখ করেন। একাদশ সংসদ নির্বাচনে মালেকের দেওয়া হলফনামায় দেখা যায়, তার পেশা কৃষি ও যৌথ ব্যবসা। এর বাইরে তার আয়ের উৎস ঠিকাদারি, সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানী। মালেকের বার্ষিক আয় ৬৫ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা এবং তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ২৪ লাখ ৮৬ হাজার ৬৩২ টাকা। দশম সংসদ নির্বাচনের আগে অস্থাবর সম্পদের মধ্যে মালেকের নগদ ছিল ৫৫ হাজার ২৯৬ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণ ছিল ১৯ লাখ ৩৪ হাজার ৭০৪ টাকা। ব্যবসায় বিনিয়োগ করা ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা। বিভিন্ন আসবাবপত্র ছিল ১ লাখ ৫০ হাজার টাকার। এ ছাড়া ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি ও ১০ তোলা সোনার কথা হলফনামায় উল্লেখ করেছিলেন। পাঁচ বছর আগে তার স্ত্রীর নগদ ছিল ১৫ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণ ছিল ৭ লাখ ৯১ হাজার ৫০ টাকা। বিভিন্ন সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ ছিল ৩৫ লাখ টাকা।

বর্তমানে মালেকের নগদ টাকার পরিমাণ ৯ লাখ ১৪ হাজার ৬৪২ টাকা এবং স্ত্রীর নগদ টাকা আছে ২৯ লাখ ২৫ হাজার ৩০০ টাকা। ব্যাংকে মালেকের জমার পরিমাণ ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৪১৪ টাকা এবং স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে ২৮ লাখ ৫৫ হাজার ৩০০ টাকা। স্ত্রীর নামে সঞ্চয়পত্র রয়েছে ১৬ লাখ টাকার। এ ছাড়া স্ত্রীর ১০০ ভরি সোনা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর