বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
টাঙ্গাইল-৭

মাঠে মরিয়া সাঈদ সোহরাব

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

মাঠে মরিয়া সাঈদ সোহরাব

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তন না হলে আসনটি হারাবে বিএনপি। আসনটি পুনরুদ্ধারে সাঈদ সোহরাবের বিকল্প নেই বলে দাবি নেতা-কর্মীদের।

মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসন। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের বর্তমান এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন। এ আসনে আওয়ামী লীগের দুর্গ ভাঙতে তৎপর বিএনপি। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বর্তমান সংসদ সদস্য। বিএনপির মনোনয়ন পেয়েছেন দুজন সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ সোহরাব। দলীয় নেতা-কর্মীদের দাবি, আসনটি পুনরুদ্ধারে সাঈদ সোহরাবের বিকল্প নেই। সাঈদ সোহরাব মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের মৃত হাবেল উদ্দিনের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ সোহরাব ১৯৯৬ সালে মির্জাপুর আসন থেকে দলের মনোনয়ন পেলেও পরে তার মনোনয়ন পরিবর্তন করা হয়। প্রার্থিতা প্রসঙ্গে সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে তার চূড়ান্ত বিজয় অর্জন আমাদের লক্ষ্য।’ তিনি নিজেকে দলের মনোনয়নপ্রত্যাশী দাবি করে বলেন, ‘দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই বিগত সময়ের মতো কাজ করে যাব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর