বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম

বিএনপির বিকল্প প্রার্থীদের কদর বাড়ছে

ফারুক তাহের, চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির সাত হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিকল্প প্রার্থীদের কদর বাড়ছে। শেষ পর্যন্ত বিকল্পদেরই মূল প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে চট্টগ্রামের অন্তত ৫টি আসনে। এসব আসনে বিকল্প প্রার্থীদের সঙ্গে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের আগে তেমন সম্পর্ক না থাকলেও নির্বাচনী হাওয়া পাল্টে যাওয়ায় সম্পর্কের পালেও লেগেছে ইতিবাচক হাওয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরঘেঁষা চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে হেভিওয়েট প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খানের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিকল্প প্রার্থী নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের মনোনয়ন দলীয়ভাবে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে চট্টগ্রাম ৫ (হাটহাজারী) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার পুত্র ব্যারিস্টার মীর হেলালের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাজা থাকায় প্রার্থিতা অবৈধ হয়। ফলে এ আসনে কপাল খুলতে পারে ব্যারিস্টার শাকিলা ফারজানার। চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপের মামলা থাকায় ওই আসনে এ ওয়াই বি সিদ্দিকীই শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর