শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুড়িগ্রাম-২

ধানের শীষের প্রার্থী নিয়ে দ্বন্দ্বে নেতা-কর্মীরা

কুড়িগ্রাম প্রতিনিধি

এ যেন নির্বাচনের পূর্বেই নির্বাচন। কে হবে কুড়িগ্রাম ২ আসনে ধানের শীষের প্রার্থী? এ নিয়ে যেন দ্বিধা দ্বন্দ্ব কাটছে না নেতা-কর্মীদের। ধানের শীষে মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় প্রার্থীরা অবস্থান করায় ভোটের মাঠ রয়েছে ফাঁকা। অন্যদিকে মহাজোটের প্রার্থী নির্ধারিত থাকায় তারা অনানুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়ায় নেতা-কর্মীরা চাঙ্গা রয়েছেন। এ আসনে মনোনয়ন বাছাই শেষে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপির ২ জন ও গণফোরামের ২ জনের। এরা হলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক। অন্যদিকে জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদ্য গণফোরামে যোগদানকারী আমসা আ আমিন। আরেকজন জাতীয় পার্টি থেকে সদ্য গণফোরোমে যোগদানকারী মেজর (অব) আব্দুস সালাম। কার ভাগ্যে জুটবে কাক্সিক্ষত ধানের শীষ প্রতীক এ জন্য নির্বাচনের পূর্বেই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে হচ্ছে।

অন্যদিকে ভোটাররা রয়েছেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে। কুড়িগ্রাম সদর আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নির্ধারণের দিকে তাকিয়ে আছেন কুড়িগ্রামের সাধারণ ভোটাররা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর