শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লায় ফ্যাক্টর নতুন পাঁচ লাখ ভোটার

নতুন ভোটাররা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হতে পারেন নিয়ামক

কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লার ১১টি আসনে ভোটার বেড়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৯৭৯ জন। এই নতুন ভোটাররা নির্বাচনে হতে পারেন নিয়ামক। জেলার একটি সিটি করপোরেশন, আটটি পৌরসভা এবং ১৯৩টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩৮ লাখ ৭৮ হাজার ৬০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ লাখ ৫৩ হাজার ৮৬৫ জন এবং মহিলা ভোটার ১৯ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। ভোটকেন্দ্র এক হাজার ৩১৮টি এবং ভোটকক্ষের সংখ্যা সাত হাজার ৫৭৮টি। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই ১১টি আসনে ভোটার সংখ্যা ছিল ৩৩ লাখ ৬১ হাজার ৬২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ১৪ লাখ ৯৮ হাজার ৮৭৩ জন এবং মহিলা ভোটার ছিল ১৭ লাখ এক হাজার ৭০৪ জন। জেলা নির্বাচন অফিসের সূত্রমতে, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে একটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে ভোটার সংখ্যা তিন লাখ ৪৭ হাজার নয়জন। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা দুই লাখ ৮৯ হাজার ৯৭৪ জন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ২২টি ইউনিয়নে ভোটার সংখ্যা তিন লাখ ৮৩ হাজার ৮২ জন।  কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা তিন লাখ ১৬ হাজার ৭৪৭ জন। কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে ১৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬২৪ জন। কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন এবং কুমিল্লা সেনানিবাস) আসনে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড, ছয়টি ইউনিয়ন ও সেনানিবাসের ভোটার সংখ্যা চার লাখ ১৫ হাজার ৭৪৮ জন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে একটি পৌরসভা ১৩টি ইউনিয়নে ভোটার সংখ্যা দুই লাখ ৫৪ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ২৭ হাজার ৩৫৬ জন ও মহিলা এক লাখ ২৬ হাজার ৮২৭ জন। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ৭৪৮ জন। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৮৬৭ জন। কুমিল্লা-১০ (কুমিলল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে একটি পৌরসভা ও ৩২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৪৬৩ জন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৫৯ জন।

নতুন ভোটার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মান শেষ পর্বের ছাত্রী জান্নাতুল ফেরদাউস বলেন, আমরা আশা করব, মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে। যে দল তরুণদের মনোযোগ আকর্ষণ করতে পারবে তারাই ভোট পাবে।

সর্বশেষ খবর