শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নোয়াখালী-২

হাসান মঞ্জুরের বিশ্বাস মহাজোট তাকেই নেবে

নোয়াখালী প্রতিনিধি

হাসান মঞ্জুরের বিশ্বাস মহাজোট তাকেই নেবে

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা, জেলা জাতীয় পার্টির (জাপা) সিনিয়র সহসভাপতি ও সেনবাগ উপজেলা জাপা সভাপতি হাসান মঞ্জুর। তিনি মহাজোটের প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে চান। তাই পার্টির হাইকমান্ডের দিকনির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছেন হাসান মঞ্জুর। তাঁর বিশ্বাস, সেনবাগের মানুষের প্রত্যাশার কথা চিন্তা করে শেষ পর্যন্ত মহাজোট তাকে মনোনীত করবে। হাসান মঞ্জুর ছাত্ররাজনীতি করার সময় ১৯৮৮ সালে কারাবরণ করেন। প্রায় দুই বছর কারাভোগের পর ঢাকা তেজগাঁও কলেজের ছাত্রছাত্রী ও সেনবাগের জনসাধারণের আন্দোলনের পর তিনি মুক্ত হন। হাসান মঞ্জুর ছাত্রজীবনে জাসদ ছাত্রলীগের সেনবাগ উপজেলা কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা তেজগাঁও কলেজে ছাত্ররাজনীতির প্রবক্তা ছিলেন। পরে ছাত্রদলসহ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও নানা কারণে ২০০৮ সালে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি এলাকায় তরুণদের প্রিয়, সংস্কৃতিমনা, ক্রীড়ানুরাগী, বিশিষ্ট সমাজসেবী হিসেবে এ আসনে সমাদৃত ব্যক্তিত্ব। সেনবাগ জাপার তৃণমূল নেতা-কর্মীরাও তার পক্ষে। তাদের সঙ্গে নিয়েই হাসান মঞ্জুর বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন। দলীয় হাইকমান্ডের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি।

স্থানীয় জাপা নেতারা জানান, এর আগে যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা কেউ এ এলাকায় কাক্সিক্ষত উন্নয়ন করতে পারেননি। ফলে ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি তার সুফল কমই পেয়েছে এ উপজেলার মানুষ। তাই এখানে পরিবর্তন দরকার। জাপা নেতা হাসান মঞ্জুর এমপি হলে উন্নয়ন কর্মকা  বাড়বে বলে তারা মনে করেন।

সর্বশেষ খবর