শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশাল-৪ আসনে কার হাতে ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-৪ আসনে কার হাতে ধানের শীষ

বিএনপি ঘোষিত ২০৬ আসনের মধ্যে বরিশাল-৪ আসনে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া জেলা (উত্তর) বিএনপি সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের নাম নেই। অন্য পাঁচটি আসনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশাল-৪ আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী ঘোষণা না করায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা। তাদের দাবি, মেজবাউদ্দিন ফরহাদ হিজলা-মেহেন্দিগঞ্জের গণমানুষের নেতা। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি সারা দেশে যে ২৯টি আসন পেয়েছিল তার মধ্যে বরিশাল-৪ আসনে নির্বাচিত হয়েছিলেন মেজবাউদ্দিন ফরহাদ। গত ১০ বছর ধরে সরকারবিরোধী সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ ছিল মেজবার। হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম রাজু বলেন, বিএনপি মহাসচিব যে ২০৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন তার মধ্যে মেজবাউদ্দিন ফরহাদের নাম না দেখে তারা হতবাক এবং বিস্মিত হয়েছেন। তিনি বলেন, হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি এবং সব সহযোগী সংগঠনের নেতা-কর্মী মেজবাউদ্দিন ফরহাদকে প্রার্থী হিসেবে চায়। গত ১০ বছরে তিনি এই আসনের নেতা-কর্মীকে পিতৃ স্নেহে          আগলে রেখেছেন। মামলা-হামলায় জর্জরিত নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে নাগরিক ঐক্যের প্রার্থী নুরুর রহমান নেতা-কর্মী বিচ্ছিন্ন। এই আসনে মেজবাউদ্দিন ফরহাদকে প্রার্থী করা হলে ধানের শীষের বিজয় অবধারিত বলে মন্তব্য করেন হিজলা বিএনপির এই শীর্ষ নেতা।

সর্বশেষ খবর