শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুমিল্লা-১ ও ২

অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান ড. মোশাররফ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান ড. মোশাররফ

সরকার চায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। কিন্তু আমরা সরে দাঁড়াব না। দেশের জনগণ আমাদের পক্ষে আছে। নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় ঐক্যফ্রন্টই সরকার গঠন করবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল দুপুরে কুমিল্লার দাউদকান্দির পৌর সদরের তার বাসভবনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। বিএনপির এ নেতা আরও বলেন, দেশের জনগণ সরকারের নির্যাতনের হাত থেকে রক্ষা ও মিথ্যা মামলা থেকে মুক্তি চায়। গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং ভোটের দিন পর্যন্ত নির্বাচনে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আবুল হাসেম, উপজেলা বিএনপির সহসভাপতি নূর মোহাম্মদ সেলিম, পৌর বিএনপির সভাপতি দোলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ। বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি এম এ করিম সরকার। উল্লেখ্য, ড. খন্দকার মোশাররফ হোসেন আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা ১ ও কুমিল্লা ২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী।

সর্বশেষ খবর