রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাঁচ বছরে এমপি নিক্সন চৌধুরীর কৃষি জমি বাড়ল ২৬ গুণ

অজয় দাস, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পাঁচ বছরে এমপি নিক্সন চৌধুরীর কৃষি জমি বাড়ল ২৬ গুণ

গত নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কৃষি জমি বেড়েছে ২৬ গুণ। হলফনামার তথ্যানুযায়ী ২০১৪ সালের নির্বাচনের সময় তার কৃষি জমির পরিমাণ ছিল ৩৮ শতাংশ। বর্তমানে তার কৃষি জমির পরিমাণ ৯৭৫.২৩ শতাংশ। এ পাঁচ বছরে তার কৃষি জমি বেড়েছে ২৬ গুণ। গত নির্বাচনের আগে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় তার কৃষি জমি ছিল না। এ পাঁচ বছরে ২৬ গুণ কৃষি জমি তার ওই এলাকায়ই বেড়েছে।  

কৃষি জমি বাড়লেও এ খাত থেকে নিক্সন চৌধুরীর আয় কমেছে। গত নির্বাচনের হলফনামার তথ্যানুযায়ী তার মোট আয় ২ কোটি ১৭ লাখের মধ্যে কৃষি থেকে আয় ছিল ২ কোটি ৫ লাখ টাকা। এবার তিনি আয় দেখিয়েছেন ১ কোটি ২২ লাখ টাকা। যার মধ্যে কৃষি খাত থেকে এসেছে মাত্র সাড়ে ৩ লাখ টাকা।

সর্বশেষ খবর