রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ময়মনসিংহ -৪

একক প্রার্থী রওশন এরশাদ

ময়মনসিংহ প্রতিনিধি

একক প্রার্থী রওশন এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মহাজোটের প্রার্থী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে সমর্থন জানিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার দুপুরে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিবিসিআইর সাবেক পরিচালক, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম এই ঘোষণা দেন। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে মনোনয়ন দেওয়ায় দলের সিদ্ধান্ত মেনে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। ফলে মহাজোটের একক প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চলবে। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ড. সুভাস চন্দ্র বিশ্বাসের কাছে প্রত্যাহারপত্র তুলে দেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর