সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকায় ভোট চাইলেন সোহেল তাজ

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

নৌকায় ভোট চাইলেন সোহেল তাজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। গতকাল দুপুরে গাজীপুর-৪ কাপাসিয়ার কয়েকটি মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে নৌকার প্রার্থী বড় বোন সিমিন হোসেন রিমির পক্ষে ভোট চান। এ সময় সোহেল তাজ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। আজ পরিবারের পক্ষ থেকে আমাদের মেজো বোন সিমিন হোসেন রিমিকে সবাই সমর্থন করছি সেই অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য। তিনি বলেন, আমি আশা করি আগামী সংসদ নির্বাচনে কাপাসিয়াবাসী বিপুল ভোটে আমার বড় বোন সিমিন হোসেন রিমিকে জয়যুক্ত করবেন। যাতে উন্নয়নের ধারাই শুধু নয়, স্বাধীনতার চেতনা এবং সোনার বাংলা স্বপ্নটা যেন বেঁচে থাকে বাংলাদেশে। তিনি বলেন, আমাদের পরিবার বাংলাদেশের জন্য সারাজীবন কাজ করে গেছে। আমার বাবা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দীন  দুঃসময়ে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের পক্ষে। আমাদের পরিবার সব সময় গণতন্ত্রের পক্ষে এবং বাংলাদেশের অগ্রযাত্রার পক্ষে। সে জন্য আমরা অবশ্যই থাকব। আমার বোন নির্বাচন করা মানে আমি করা।  এদিকে এবারই প্রথম নির্বাচনী মাঠে নৌকার ভোট চাইতে তাজউদ্দীন সন্তানরা নাতি-নাতনিদের নিয়ে ভোট চাইতে কাপাসিয়ায় আসেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন তাজউদ্দীনকন্যা শারমিন আহমদ রিপি, সিমিন হোসেন রিমি, মেহজাবিন আহমদ মিমি, একমাত্র ছেলে তানজিম আহমদ সোহেল তাজ, তাজউদ্দীনের নাতি ব্যারিস্টার তুরাজ আহমদ তাজ প্রমুখ।

সর্বশেষ খবর