শিরোনাম
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আগামীর সরকার হবে মুক্তিযুদ্ধের চেতনার

রাজশাহীতে নাগরিক সংলাপে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তারা বলেছেন, এখনকার মতো আগামীর সরকারও হবে মুক্তিযুদ্ধের চেতনার। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধের আদর্শের মানুষগুলো এ ব্যাপারে সব সময় সজাগ থাকবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সেক্টরস কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ গতকাল বিকালে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে এই নাগরিক সমাবেশের আয়োজন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ কোথায় যাবে তা নির্ভর করবে আগামী নির্বাচনের ওপর। তাই এখনই এমন সিদ্ধান্ত নিতে হবে, যেন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কেউ নির্বাচিত হতে না পারেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ‘সেক্টরস কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ এর মহাসচিব হারুন হাবিব। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ শিকদার, বিভাগীয় সভাপতি ছাইদুজ্জামান তারা, মো. কামরুজ্জামান।

সর্বশেষ খবর