শিরোনাম
বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশালের ৬টি আসনে ঐক্যফ্রন্ট মহাজোটে অস্বস্তি-বিভ্রান্তি

রাহাত খান, বরিশাল

বরিশালের ৬টি আসনে ঐক্যফ্রন্ট মহাজোটে অস্বস্তি-বিভ্রান্তি

বরিশালের ৬টি আসনে একাধিক শরিক দল নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করায় বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

বরিশাল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৪ দলভুক্ত জাকের পার্টির প্রার্থী মো. বাদশা মিয়া।বরিশাল-২ (উজিরপুর-বাবুগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহেআলম ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহাজোটভুক্ত জাতীয় পার্টির মো. মাসুদ পারভেজ সোহেল রানা এবং ১৪ দল তথা ওয়ার্কার্স পার্টির মো. জহুরুল ইসলাম।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। এখানে মহাজোটের ব্যানারে নৌকা প্রতীক পেয়েছেন ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান। অপরদিকে লাঙ্গল প্রতীক নিয়ে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং কুলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মহাজোটের নয়া শরিক যুক্তফ্রন্ট তথা বিকল্পধারা বাংলাদেশের মো. এনায়েত কবির। টিপু সুলতান নৌকা প্রতীকের পক্ষে জোটের শরিক অন্যান্য দলের সমর্থন চেয়েছেন। অপরদিকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী থাকলেও জাতীয় পার্টির কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন গোলাম কিবরিয়া টিপু।

বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ছাড়াও মাঠে রয়েছেন মহাজোটভুক্ত জাতীয় পার্টির এ কে এম মুর্তজা আবেদীন এবং মহাজোটের নয়া শরিক যুক্তফ্রন্ট তথা বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) এইচএম মাসুম বিল্লাহ।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এখানে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নাসরিন জাহান রতœা আমিন পেয়েছেন লাঙ্গল প্রতীক। তিনি ছাড়াও মহাজোটভুক্ত জাসদ-ইনু মো. মোহসীন মশাল এবং জাতীয় পার্টির-জেপি খন্দকার মাহতাবউদ্দিন বাইসাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির এ কে এম নুরুল ইসলাম নিজস্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, অনেক দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। সময়ও কম ছিল। এক কারণে সব দিক খেয়াল করা সম্ভব হয়নি। শরিক দলের কর্মী-সমর্থকরা কিছুটা বিভ্রান্তিতে থাকলেও যারা ঐক্যফ্রন্টের মনোনয়ন পাননি তারা গণমাধ্যমে বিবৃতি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে আশা করছে বিএনপি তথা ঐক্যফ্রন্ট।

মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, মহাজোটের মধ্যে যাদের অবস্থান যেখানে ভালো তাদেরই সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এরপরও যদি জোটভুক্ত কোনো দল প্রতিদ্বন্দ্বিতা করে তারা নিজ নিজ দায়িত্বে করছে। এতে ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।

সর্বশেষ খবর