বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
গাজীপুর

গাজীপুরে ৫টি আসনে তিন নারী

খায়রুল ইসলাম, গাজীপুর

গাজীপুরে ৫টি আসনে তিন নারী

গাজীপুরে ৫টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে তারা জমজমাট নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গাজীপুর-৫ আসনের নির্বাচনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি। তিনি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। তবে গাজীপুর-৫ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন রাহেলা পারভীন শিশির। তিনি কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি। এবারের নির্বাচনে আওয়ামী লীগের কাছে আসনটি দাবি করেছিল মহাজোটের শরিক দল জাতীয় পার্টি। তবে আসন নিয়ে সমঝোতা না হওয়ায় রাহেলা পারভীন শিশিরকে দলীয় মনোনয়ন দেয় জাতীয় পার্টি। তিনি লড়ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে। মেহের আফরোজ চুমকির অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটের মাঠে লড়ছেন রাহেলা পারভীন শিশির। এ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন এ কে এম ফজলুল হক মিলন। তিনিও ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের এমপি ছিলেন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজীপুর আতাউর রহমান হাতপাখা এবং জাকের পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ গোলাপ ফুল প্রতীক নিয়ে লড়ছেন। জানা গেছে, ১৯৭৩ সালে আসনটি থেকে এমপি নির্বাচিত হন মেহের আফরোজ চুমকির পিতা ময়েজউদ্দিন আহমেদ (আওয়ামী লীগ)। ১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সন্ত্রাসী হামলায় তিনি শহীদ হন।

সর্বশেষ খবর