বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুমিল্লা-২

চমক দেখাতে চান কুমিল্লার একমাত্র নারী প্রার্থী মেরী

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

চমক দেখাতে চান কুমিল্লার একমাত্র নারী প্রার্থী মেরী

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে চমক দেখাতে চান কুমিল্লার একমাত্র নারী প্রার্থী সেলিমা আহমাদ মেরী। নৌকা প্রতীক পেয়ে তিনি ভোটের মাঠে নেমে পড়েছেন। তিনি নারী ও তরুণ ভোটারদের সরকারের উন্নয়ন বার্তা দিয়ে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। সূত্রমতে, কুমিল্লার ১১টি আসনে ৮৪ জন প্রার্থীর মধ্যে তিনিই একমাত্র নারী প্রার্থী। এই আসনে ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৯৭৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৫৩৬ জন এবং মহিলা ১ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন। এই আসনে আটজন প্রার্থী থাকলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সেলিমা আহমাদ মেরী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নিটল-নিলয় গ্র“পের ভাইস চেয়ারম্যান। তিনি মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের বিশ্বাস, সেলিমা আহমাদ মেরীর হাত ধরে এই আসনটি পুনরুদ্ধার হবে। ১৯৭৩ সালের পর এই আসন আওয়ামী লীগ পায়নি। মনোনয়ন পেয়ে তিনি নেতা-কর্মীদের সঙ্গে ভোটের মাঠ গোছানো নিয়ে কাজ শুরু করেছেন। মনোনয়ন পাওয়ার বিষয়ে মেরী বলেন, এই আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ পায়নি। আমাকে মনোনয়ন দিয়ে বঙ্গবন্ধুকন্যা এই এলাকার মানুষের দাবি পূরণ করেছেন। আমার বিশ্বাস, এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আসনটি পুনরুদ্ধার করতে পারব।  তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের অগ্রযাত্রা থেমে গিয়েছিল। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের শিল্প-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সারা দেশের মতো নিজের জম্ম  ভূমি কুমিল্লা-২ আসনকেও তিনি নিজের মতো সাজাতে চান। কুমিল্লার ১১টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী সেলিমা আহমাদ মেরী বলেন, হোমনা ও তিতাস দুই উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন গঠিত। আমি হোমনার মেয়ে। তিতাসে আমার নানার বাড়ি। এলাকার মেয়ে হিসেবে স্থানীয় সবার ভোট পাব। বিএনপির আমার প্রতিদ্বন্দ্বী অন্য এলাকা থেকে এসেছেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীবান্ধব মানুষ। তাই আমাকে জেলায় একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস আসনটি পুনরুদ্ধার করে তাকে উপহার দিতে পারব।

সর্বশেষ খবর