বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ফরিদপুর-৩

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি ঐক্যফ্রন্ট প্রার্থীর

ফরিদপুর প্রতিনিধি

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি ঐক্যফ্রন্ট প্রার্থীর

ফরিদপুর-৩ (সদর) আসনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। গতকাল দুপুরে কমলাপুরের তার নিজ বাসভবন ‘ময়েজ মঞ্জিলে’ আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর রাজনৈতিক কারণে কোনো নেতা-কর্মীকে হয়রানি না করার নির্দেশ থাকলেও ফরিদপুরে ব্যাপকভাবে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি, গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে। এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।

সর্বশেষ খবর