বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
দিনাজপুর-৫

ভোটের লড়াইয়ে জেলার প্রধান দুই নেতা

দিনাজপুর প্রতিনিধি

ভোটের লড়াইয়ে জেলার প্রধান দুই নেতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে প্রবীণ দ্ইু নেতা এবং আওয়ামী লীগ ও বিএনপির দিনাজপুর জেলার দুই প্রধান নেতা ভোটের লড়াইয়ে প্রচারণায় নেমেছেন।  আওয়ামী লীগ প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও বিএনপি প্রার্থী সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক, পথসভার মাধ্যমে প্রচারণায় নেমেছেন। এবার আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন তার দুই মেয়েসহ পরিবারের সদস্যরা। অন্যদিকে বিএনপি প্রার্থী তার দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের নিয়েই মাঠে নেমেছেন। এবার আসনটি আওয়ামী লীগের দখল থেকে নিজ দখলে নিতে কৌশলী ভূমিকা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপি দলীয় জোট। ১৯৮৬ সালে একবার এবং ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা পাঁচবার নির্বাচিত হন বর্তমান এমপি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তবে এ আসনে জামায়াতে ইসলামীর একটি শক্ত অবস্থান রয়েছে।  অন্যদিকে পঞ্চমবারের মতো মনোনয়ন পেয়েছেন দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও এ আসনে ভোটের লড়াইয়ে মাঠে আছেন জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান সামী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মতিউর রহমান (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শওকত আলী (আম), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শফিকুল ইসলাম (হারিকেন)।

সর্বশেষ খবর