শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পোস্টারে ছেয়ে গেছে গোপালগঞ্জ

প্রতিদিনই সমাবেশ মিটিং মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি গত বুধবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন কোটালীপাড়ায় প্রথম জনসভার মাধ্যমে। তিনি আনুষ্ঠানিকভাবে নৌকার পক্ষে ভোট চান তার নির্বাচনী এলাকার ভোটারদের কাছে।

কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় শেখ হাসিনা সারা দেশের ৩০০ আসনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় না। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জের গ্রামগঞ্জের সর্বত্র পোস্টারে ভরে গেছে। গোপালগঞ্জ-২ আসনে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি প্রতিদিন সভা-সমাবেশ, কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। পিছিয়ে নেই গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মুহাম্মদ ফারুক খান। তিনিও এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জের তিনটি আসনেই প্রতিদিন নৌকার পক্ষে কর্মী সমাবেশ ও মিছিল-মিটিং অব্যাহত রয়েছে। তবে তিনটি আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

সর্বশেষ খবর